বগুড়া স্টুডেন্ট এসোসিয়েশন ঢাবির নেতৃত্বে কাবির-সৌমিক

ডেস্ক নিউজ: বগুড়া স্টুডেন্ট এসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়ছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে আব্দুল কাবির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সাদমান সৌমিক।

সোমবার (৫ জুন) সাবেক সভাপতি সালাহউদ্দীন আহমেদ সাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন স্বাক্ষরিত বগুড়া স্টুডেন্ট এসোসিয়েশনের অফিসিয়াল পেজে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। চলতি বছর ও আগামী বছর দায়িত্ব পালন করবেন তারা।

সভাপতি আব্দুল কাবির বলেন, ‘বগুড়া স্টুডেন্ট’স এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়’ আজকের এ অবস্থানে আমাদের সাবেক বড় ভাইদের অক্লান্ত পরিশ্রমের কারণে। তারা আমাকে ভরসা করে সংগঠনের দায়িত্ব দিয়েছে। এ সংগঠন আমার কাছে পরম আবেগের একটি জায়গা, আমার ওপর অর্পিত পবিত্র এই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।আমি আমার দায়িত্ব পালনে বগুড়ার সকল শিক্ষার্থীদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক সাদমান সৌমিক বলেছেন,বগুড়া জেলা স্টুডেন্ট এসোসিয়েশন এর গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও সম্মানের। সেই সাথে জন্মস্থানের প্রতি আমার দায়বদ্ধতার সৃষ্টি হয়েছে। বগুড়া জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগীতা করাই হবে আমার প্রধান লক্ষ্য। এই এসোসিয়েশন এর নতুন কমিটির মাধ্যমে বগুড়ার সকল স্টুডেন্টদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রতি বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা করছি।

তিনি বলেন, সাবেকদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য কাজ করে যাবে নতুন কমিটি৷ এই স্টুডেন্ট এসোসিয়েশন একটি পরিবার এবং প্রত্যেকটা সদস্যের অক্লান্ত পরিশ্রমে বগুড়া জেলা স্টুডেন্ট এসোসিয়েশন আরও সমৃদ্ধি লাভ করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সেচ্ছাসেবী সংগঠনের রোল মডেল হবে সেই প্রত্যাশা রইলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে …

error: Content is protected !!