ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাত দিনব্যাপী বইমেলার চতুর্থ দিন শেষে স্টলের আশেপাশের আবর্জনা পরিষ্কার করলেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার রাতে বইমেলা শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এ পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, পাঁচটি হল ইউনিট ও বিভিন্ন অনুষদ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবর্জনা পরিষ্কার কার্যক্রমের বিষয়ে শাখা ছাত্রলীগ কর্মী কামাল হোসেন বলেন, এরকম ভালো কাজে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। ভবিষ্যতে এরকম ভালো ও শিক্ষার্থীবান্ধব কাজগুলো শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অব্যাহত থাকবে প্রত্যাশা করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে আসছে ইবি শাখা ছাত্রলীগ।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা খেয়াল করেছি কর্তৃপক্ষ নিয়মিত মেলার আবর্জনা পরিস্কার করছে না। এ জন্য বইমেলা পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এ কর্মসূচি শুরু হলো। ধাপে ধাপে এমন আরো কর্মসূচি অব্যাহত থাকবে।