বইমেলায় আসছে জাকিয়া আক্তার নীলিমার প্রথম কাব্যগ্রন্থ ‘পবিত্র অনিয়ম ও প্রেম ‘

ডেস্ক রিপোর্ট: অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তরুণ লেখিকা জাকিয়া আক্তার নীলিমার প্রথম কাব্যগ্রন্থ ‘পবিত্র অনিয়ম ও প্রেম ‘। বইটি প্রকাশ করেছেন হাওলাদার প্রকাশনী।বইটি অমর একুশে বইমেলা স্টল নং ৯৯,১০০,১০১ এ পাওয়া যাচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০টাকা।

বইটির লেখিকা জাকিয়া আক্তার নীলিমা বলেন, আমি আমার কাব্যগ্রন্থটি লিখেছি মূলত বর্তমান সমাজের আবেগ অনুভূতির একটি প্রতিচ্ছবি দিয়ে।যুবসমাজের মনের স্পর্শ কাতর আবেগ অনুভূতি এবং হৃদয় স্পর্শী বিষয় নিয়ে। এখানে হৃদয় ঘটিত বিষয়সমূহের সূক্ষ্মবিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করেছি।যাতে মিলেমিশে আছে বর্তমানে অনেক নিয়মের ভিতরে থাকা অনিয়মে সুখ খোঁজার প্রত্যাশা।শুধু তাই নয়,এতে আরো আছে,বর্তমান সময়ের বিশৃঙ্খলা এবং বিভিন্ন অন্যায়ের প্রতিবাদী সূরে কবিতা।

তিনি বলেন,ছোট থেকেই আমার সাহিত্যের প্রতি প্রখর আগ্রহ ছিলো। আমার লেখা কবিতাগুলো বই আকারে প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি তরুণ প্রজন্ম কাব্যগ্রন্থটি পড়ে বর্তমানের সমাজের ঘটে যাওয়া আবেগ অনুভূতি এবং হৃদয় স্পর্শী বিষয়ের বাস্তব প্রতিচ্ছবির আমেজ পাবেন। কাব্যগ্রন্থটি আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার আব্বু আম্মু এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিএম তরিকুল ইসলাম স্যারকে উৎসর্গ করেছি।

জাকিয়া আক্তার নীলিমা লাকসাম উপজেলা বড়বাম ফাজিল মাদ্রাসা থেকে মাধ্যমিক, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে উচ্চমাধ্যমিক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে স্নাতকোত্তর ( মাস্টার্স) এ অধ্যয়নরত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

আসছে সাজেদুর আবেদীন শান্তর ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’

নিজস্ব প্রতিনিধি: অমর একুশে বইমেলায় আসছে কবি সাজেদুর আবেদীন শান্তর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ ভোর অথবা …

error: Content is protected !!