ফরিদপুরে লকডাউন: কঠোর অবস্থানে প্রশাসন

মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় জেলা প্রশাসনের দেওয়া এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ পালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সোমবার প্রথমদিন থেকেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ । জরুরি সেবা ও কাঁচা বাজার ছাড়া সবধরনের দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে।

পৌরসভার ভেতর দিয়ে যাওয়া মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের দুটি পয়েন্টসহ পৌরসভায় প্রবেশের ৯টি স্থানে নিরাপত্তা চেকপোস্ট বসিয়েছে পুলিশ। পৌর সদর বাজারে টহলে রয়েছে ভ্রাম্যমাণ আদালতসহ পুলিশের দুটি টহলটিম। বাধা নিষেধ অমান্যকারীদের সতর্কতা করা ছাড়াও জরিমানা করা হচ্ছে। তবে শহরের বাইরে ভ্যান, অটোরিকশাসহ সাধারণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
গত ১৯জুন জেলা করেনা প্রতিরোধ কমিটির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১জুন সোমবার থেকে ২৭ জুন রবিবার মধ্যরাতে পর্যন্ত এক সপ্তাহ এ লকডাউন বহাল থাকবে। কঠোর বিধিনিষেধ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, বোয়ালমারী পৌরসভায় করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। উপজেলা প্রশাসন বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। সংক্রমণ না কমলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!