ফরিদপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

মুকুল বোস ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় শুক্রবার (৯ জুলাই) দুপুরে পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের ছাগল ব্যবসায়ী হাসান মোল্যার দুই কন্যা শিশু লামিয়া (৮) ও লিজা (৩) শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নামে। সাঁতার না জানা ওই দুই শিশু গোসল করতে গিয়ে এক পর্যায়ে ডুবে যায়।

আধা ঘণ্টা পর অন্যান্যরা টের পেয়ে খোঁজাখুঁজি করার সময় শিশু দুটিকে ভেসে উঠতে দেখে। সাথে সাথে শিশু দুটিকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে বেলা আড়াইটার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডা. শারমিন জাহান টুম্পা জানান, শিশু দুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে জাঁকজমক নির্বাচনী প্রচারণায় কর্ণেল রমজান

লালপুর (নাটোর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে …

error: Content is protected !!