প্রাথমিক শিক্ষা মানসমম্মত কররা পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা ক্যাম্পেইন শুরু

প্রাথমিক শিক্ষা মানসম্মত নিশ্চিতরনে পশাপাশি পরিষ্কার-পরিছন্ন, স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ন। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষা কার্যক্রমের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্য সম্মত ও পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষে সারা দেশের ন্যায় কেরানীগঞ্জের আমবাগিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা শামিমা আক্তারের নেতৃত্বে শিক্ষার্থীদের সচেতন করার বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন পোশাক পরে স্কুলে আসতে উৎসাহ প্রদান করা হয়। শিক্ষার্থীদের বাসা থেকে পরিছন্ন স্কুল ব্যাগ এবং পরিষ্কার পানির পাত্র ও টিফিন বক্্র আনার গুরুত্ব তুলে ধরা হয়। ক্লাস রুমে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলানোর জন্য ছাত্র ছাত্রদীর উদ্ভুদ্ধ করা হয়। বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা ও ছাত্র ছাত্রীদের আলাদা পরিষ্কার টয়লটের ব্যবস্থার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুষ্ঠানে খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিদ্যালয়ে নীতি বাক্য লিখন, বৃক্ষ রোপনসহ বিদ্যালয়ের বহিরাঙ্গন পরিষ্কারে বিশেষ গুরুত্ব আরোপ আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্কাউট ও গালর্স গাইডদের সচেতন করার লক্ষ্য বিশেষ কার্যক্রম গ্রহন করা হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্র ছাত্রী ছাড়াও স্কুলের শিক্ষার্থীদের অভিবাবকও ও শিক্ষক-শিক্ষিাকাসহ অভিবাবক কমিটির সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন: দোলন

বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন: দোলন মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু …

error: Content is protected !!