প্রাণের মেঙ্গু জুস পান করে একই পরিবারের ৮ শিশু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

টেকনাফের হ্নীলা প্রাণ কোম্পানির মেঙ্গো জুস পান করে একই পরিবারের ৮জন শিশুর গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে করা হয়েছে।

জানা যায়, রবিবার (৫ জানুয়ারি) রাতে প্রাণ কোম্পানির আমের আদা লিটারের জুস পান করার পর হঠাৎ ৮জন শিশু মাথা ঘুরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাদের স্থানীয় বেসরকারি এনজিওর সংস্থার হাসপাতাল হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড লেদা আইএমও হাস্পাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আব্দুর রহিম নামের একজন জানিয়েছেন তাদের অবস্থা সংকটাপন্ন।

অসুস্থরা হচ্ছেন, হ্নীলা পশ্চিম শিকদার পাড়া এলাকার আবু বক্বুর ও আব্দুর রহিমের একই পরিবারের ভাই-বোনের ৮জন শিশু অসুস্থ হয়ে পড়ে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!