প্রস্থান | সাবাবের কবিতা

কাছেতে আসিলো দেবী,

জাগায়ে নূতন রবি-
মম চিত্তে;
রাঙায়ে এ বেলা-
তব নৃত্যে;
শেষে করিলো প্রস্থান।

দূরেতে সরিলো দেবী,
নামিলো চক্ষু ভেদি-
ভারি বরিষা;
লভিতে পারিবো তাহারে,
পুরিবে প্রেমাশা?
দেবী বিনে মম জীবন শ্মশান।

লেখা:
রাউফুন আলম মজুমদার সাবাব
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

আসছে সাজেদুর আবেদীন শান্তর ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’

নিজস্ব প্রতিনিধি: অমর একুশে বইমেলায় আসছে কবি সাজেদুর আবেদীন শান্তর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ ভোর অথবা …

error: Content is protected !!