মোকারিম হোসেন, পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃসরকার নির্দেশিত কোভিড-১৯ সংক্রমণ রোধে কঠোর লকডাউনের পঞ্চম দিনে পৌর সদর সহ বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ। থানা পুলিশের পাশাপাশি ওসি মোঃ সারোয়ার জাহান এবং ওসি ( তদন্ত) নাহিদ হাসান সুমন এর নেতৃত্বে চৌকস একটি পুলিশ টিম টহল দিচ্ছেন পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে।
আজ সোমবার (৫ জুলাই) দুপুর পৌরসদর বাজারে ওসি মোঃ সারোয়ার জাহান এবং ওসি (তদন্ত) নাহিদ হাসান এর নেতৃত্বে পুলিশের একটি টহল দলকে দেখে একজন শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ারে বসে পুলিশের উদ্দেশ্যে কিছু বলতে চায়, তখন ওসি এগিয়ে গেলে প্রতিবন্ধী লোকটি কে তাঁর সমস্যার কথা বলেন, প্রতিবন্ধী লোকটির কথা মনযোগ দিয়ে শুনে ওসি সারোয়ার জাহান নিজে নগদ অর্থ সহায়তায় ও খাবারের ব্যবস্থা করে রাস্তা পার করে দেন। পুলিশের এই মানবিক কর্মকাণ্ড দেখে প্রতিবন্ধী লোকটি আনন্দে হাওমাউ করে কেঁদে ফেলেন এবং আল্লাহ তায়ালার নিকট মানবিক পুলিশের জন্য দোয়া করেন।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহান বলেন, আইজিপি বেনজীর আহমেদ স্যার, ডিআইজি বিপিএম(বার), পিপিএম(বার), ঢাকা রেঞ্জ এর হাবিবুর রহমান স্যার এবং কিশোরগঞ্জ পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার) স্যার চাচ্ছেন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক পুলিশ হবে, এরই ধারাবাহিকতায় সমাজের সকল মানুষ কে মানুষ ঠিক করে এই সহযোগিতা করছি এবং তাঁর আরো কোন সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।