প্রত্যক্ষ ভোটে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সৈয়দুর রহমান নির্বাচিত

আজিজ উল্লাহ, টেকনাফ:

টেকনাফ উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুন্সি সৈয়দুর রহমান। সভাপতি পদে তার বিরুদ্ধে তিনজন সদস্য  প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটাররা সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রয়োগ করেন। সমিতির সদস্যভুক্ত ৩৮ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে সৈয়দুর রহমানের প্রাপ্ত ভোট ২১টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন আহমেদ মেম্বার পেয়েছেন ৯টি ভোট। তাছাড়া ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি ছাড়া বাকি সাধারণ সম্পাদকের পদসহ ১১জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জানা যায়, শনিবার (১২ অগাস্ট) সকাল ১১.০০ টার সময় উপজেলার হোটেল নিউ গার্ডেন হল রুমে ভোটারদের প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি এই দুই পদে ভোট সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের দায়িত্বে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এতে প্রধান অতিথিতে হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হোসেন, ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মিজান, চকরিয়া ও উখিয়ার দলিল লেখক সমিতির বিভিন্ন নেতৃত্ববৃন্দ।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা উভয়ে ১৯টি করে ভোট পান। দায়িত্বরত নির্বাচন কমিশনার তাদের একজনকে এক বছর ছ’মাস করে দায়িত্ব পালন করার জন্য ঘোষণা করেন তারা হচ্ছেন, আবুল মনজুর এবং মোহাম্মদ মোজাম্মেল হক। তাছাড়া অন্যান্য যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হচ্ছে, সহসভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দায় নির্বাচিত হন রাশিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক- ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক সৈয়দ আকবর, সাংগঠনিক সম্পাদক-জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক-ফেরদৌস ইসলাম, আইন ও শিক্ষা বিষয়ক সম্পাদক- সাইফুল ইসলাম সাব্বির, প্রচার ও প্রকাশনা সম্পাদক- দেলোয়ার হোসাইন , নির্বাহী সদস্য মাওলানা মো. ইদ্রিস, জসীম উদ্দীন ও বেলাল উদ্দিন এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি নির্বাচিত হয়ে সৈয়দুর রহমান বলেন, ” নির্বাচিত করায় সকল সহপাঠী সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন, এবং কেউ যেন দলিল করতে গিয়ে কোন ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছেন এবং দলিল লেখক সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। “

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!