যায়েদ মিশু :
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (৬ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে তারা এ বৃক্ষরোপণ কর্মসূচর আয়োজন করে।এতে শাখা ছাত্রলীগের সাবেক কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এম ওয়াসিম রানা (তাহসান), সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সাগর,ধর্ম বিষয়ক সম্পাদক রাজিব বারই, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বায়েজিদ শিকদার, ও অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজহাতে গড়া শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৪ জানুয়ারি ২০২২ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের একেকটি সিঁড়ি বেয়ে ৭৫ বছরে পদার্পণ করেছে।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা-শান্তি-প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গৌরবগাথা, ইতিহাসকে সমুন্নত রাখতে ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে যাবে।