প্রজন্ম পরিবারের নেতৃত্বে আলী-আব্দুর রহমান

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রজন্ম বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের সংগঠন প্রজন্ম পরিবারের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আলী ইবনে রেজা পাহলভী ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহমান মনোনীত হয়েছেন।

গত ৯ অক্টোবর (সোমবার) উপদেষ্টামন্ডলীরা কমিটি ঘোষণা করেন।

কমিটিতে অন্যান্য পদে সহ-সভাপতি তাসমিম তাবাসসুম ও ফাহিমুল হক ফাহিম,যুগ্ম-সাধারণ সম্পাদক জারীন তাসনিম ও মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারহান ইসলাম আলভী ও সুদাদ আহমেদ, দপ্তর সম্পাদক মাহমুদুজ্জামান তমাল ও প্রচার সম্পাদক হিসেবে সায়েম আরেফিন রাজন দায়িত্ব পান।

প্রজন্ম পরিবারের সভাপতি আলী ইবনে রেজা পাহলভী বলেন, যারা আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। সবার দোয়া ও সহযোগিতায় প্রজন্ম পরিবারকে নিয়ে এগিয়ে যাব।

সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, মূল্যবান দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট সভাইকে ধন্যবাদ। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চাই। সমৃদ্ধির বন্ধনে সবাইকে আবদ্ধ করে সম্প্রীতির পথে চলতে চাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

উপাচার্যের দোয়া-মাহফিলে অংশ না নিয়ে আমোদ-প্রমোদে জবি শিক্ষক সমিতি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের স্মরণে দোয়া মাহফিল …

error: Content is protected !!