মফস্বল সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। শনিবার ২৩ জুলাই ইনস্টিটিউট সেমিনার কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ।
কর্মসূচির সভাপ্রধান ছিলেন ইনস্টিটিউট মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট পরিচালক (প্রশাসন) আফরাজুর রহমান, প্রশিক্ষক শাহ আলম সৈকত। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন ওহিদুল হক সরকার, আখতারুজ্জামান ও আলী আক্কাস। গত ২১ জুলাই তিনদিনের এই কর্মসূচি শুরু হয়।
নাটোরের বিভিন্ন উপজেলায় কর্মরত ২৮ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।
এ প্রশিক্ষণে লালপুর উপজেলা থেকে অংশগ্রহণ করেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএম রায়হান, সহ-সভাপতি সাহীন ইসলাম ও ইসহানুল ইসলাম তুহিন।