পাহাড়ে কাঠ কাটতে গিয়ে অপহরণের শিকার দুই শ্রমিক উদ্ধার

আজিজ উল্লাহ,বিশেষ প্রতিনিধি :

টেকনাফের বাহারছড়া দক্ষিণ শিলখালী হয়ে পাহাড়ে লাকড়ি আনতে গিয়ে অপহরণ চক্রের হাতে জিম্মির কয়েক ঘন্টার মধ্যে দুই শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, রবিবার( ২৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার সময় রান্নাবান্নার জ্বালানির উপদান লাকড়ি জন্য পাহাড়ে যায় স্থানীয় বাহারছড়া চৌকিদার পাড়া এলাকার নুরুল আমিনের পুত্র রহমত উল্লাহ(২০) ও আলী আকবরের পুত্র আব্দুল হাফিজ(২৫) নামের দুই শ্রমিক। এসময় পাহাড়ে অবস্থানকারী সশস্ত্র সন্ত্রাসী ডাকাতের হাতে অপহৃত হয় তারা। তাদের অপহরণের সংবাদ স্থানীয় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোসর্সহ স্থানীয় লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে পাহাড়ে থাকা অপহরণ চক্রের সদস্যরা পুলিশের তৎপরতায় ভয় পেয়ে অপহৃত দুজন ভিকটিম ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে পাহাড় থেকে দুই ভিক্টিমকে উদ্ধার করে পুলিশ।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান বলেন,” পাহাড়ে কাঠের জন্য গিয়ে দু’জন শ্রমিক অপহরণের সংবাদ পেয়ে তড়িঘড়ি করে অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!