ডেস্ক রিপোর্ট: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনস অব আখাউড়ার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইনাম মাহমুদ রিমন ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী নঈম রেজা মনোনীত হয়েছে।
বুধবার (১ জুন) উপদেষ্টামন্ডলীর সদসস্যবৃন্দ কমিটি অনুমোদন অনুমোদন দেন। এক বছর মেয়াদী কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হাসান বলেন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব আখাউড়া’এমন একটি সংগঠন যেখানে আখাউড়া উপজেলা থেকে দেশের সকল পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের একসাথে মিলিত হওয়ার প্লাটফর্ম। সবার সহযোগিতায় আমাদের সংগঠন অনেক দূর এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।