পানেরবরজ থেকে সশস্ত্র ডাকাতের হাতে জিম্মি বৃদ্ধ,উদ্ধার করতে গেলে গুলি ছুঁড়ে তারা!

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া মাথাভাঙা পাহাড়ি পাদদেশ নিজস্ব পানেরবরজে প্রতিদিনের মতো কাজ করতে গিয়ে সংঘবদ্ধ অপহরণ চক্রের হাতে অপহৃতের শিকার বৃদ্ধ। এসময় তাকে উদ্ধার করতে গেলে ডাকাত দলের কয়েক রাউন্ড গুলির আওয়াজে পালিয়ে আসে স্থানীয়রা। তাকে ধরে নিয়ে যাওয়ার দৃশ্য রাস্তা থেকই দেখতে পায় মানুষ।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে পানেরবরজে কাজ করতে গিয়ে অপহৃত হয় বৃদ্ধ। সেই স্থানীয় মৃত নাজির ছেলে মো. সোনালী(৫০) প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন ব্যক্তি জানায় সকাল ১০:৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এমন কি ডাকাত দল বৃদ্ধাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য স্থানীয়রা সরাসরি দেখতে পেয়ে তাকে উদ্ধারে এগিয়ে গেলে গুলি ছুঁড়ে ডাকাত দল। পরবর্তীতে মাথাভাঙা হয়ে পাহাড়ে পুলিশের সহায়তায় পাহাড়ে অভিযান পরিচালিত করা হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

অপহৃতের স্ত্রী সখিনা খাতুন জানান, ” প্রতিদিনের মতো সকাল বেলা পাহাড়ের ৩ফিট দূরত্বে পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করতে যায়। হঠাৎ ১৫ জনের মতো সশস্ত্র ডাকাত দল পানের বরজে ঢুকে তাকে মারধর করে এবং ধরে নিয়ে যায়। এঘটনায় আমার স্বামীকে উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা চেয়ে অজ্ঞাতনামা ১৫জন সন্ত্রাসীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।”

৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, ” বৃদ্ধ মো. সোনালীকে পাহাড়ের কিনারায় পানেরবরজ থেকে ধরে নিয়ে যায়। এই ঘটনা এলাকার অনেকে সরাসরি দেখছে। তবু আমরা স্থানীয়রা পুলিশের সহায়তা নিয়ে পাহাড়ে তাকে খোঁজতে গেলেও পাওয়া যায়নি। তার পরিবার উৎকন্ঠিত তাকে উদ্ধার করতে প্রশাসনের সহায়তা দরকার বলেও জানান তিনি।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

নাটোর-১ আসনে মনোনয়ন পত্র কিনেছেন ২২ জন!

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাশীল আওয়ামী লীগ ও ১৪ …

error: Content is protected !!