পাকুন্দিয়ায় মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা

 

মোকারিম হোসেন, পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ লকডাউনের প্রথমদিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাস সংক্রমণরোধে বিধিনিষেধ অমান্য করার অপরাধে ১১ জনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৮ জুন) সকালে উপজেলার তারাকান্দি, মির্জাপুর বাজার ও পৌরসদরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) একেএম লুৎফর রহমান।

লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মাস্ক না পরার অপরাধে ১১ জনকে ১৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!