পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান: জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ৫নং বাহারছড়া ইউপি

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:

কক্সবাজার জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ১১ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে টেকনাফের ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়। পাশাপাশি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বাহারছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র মনোনীত হয়।

পরিবার পরিকল্পনা ( কক্সবাজার) অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয় যে, আগামী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস-২৩ উদযাপন উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ ১১ ধরনের কাজে অবদানের মধ্যে বাহারছড়া ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ ইউপি হিসেবে নির্বাচিত হয়। এদিকে এই উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মনোনীত হওয়ায় আজ ৬ জুলাই সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষ শহীদ এটিএম জাপর আলম সিএসসি থেকে তাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণের জন্য আহবান করা হয়।

বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন,” সকলের সহায়তায় জেলার মধ্যে বিশেষ কাজের অবদানের জন্য আমার পরিষদ শ্রেষ্ঠ হওয়ার আমরা কৃতজ্ঞ। এভাবেই ভবিষ্যতে এই সফলতা যাতে অব্যাহত থাকে সকলের সহায়তা কামনা করেন।”

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাঈদ বাঁচতে চায়

ডেস্ক নিউজ: ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারী হঠাৎ বুকে ব্যাথা করে, সেই সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথা …

error: Content is protected !!