ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভেতরের পতিত জায়গায় বিষমুক্ত সবজি বাগান গড়ে তোলা হয়েছে।সেখানে এখন শোভা পাচ্ছে গ্রীষ্মকালীন নানা শাক-সবজি।উপজেলা কৃষি বিভাগের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোহাম্মদ নাহিদ হাসান খান এ সবজি বাগান গড়ে তুলেছেন।
সরেজমিনে দেখা যায়,উপজেলা পরিষদের ভেতরের উন্মুক্ত লাইব্রেরির সামনের পতিত জায়গাটি এখন নানা রকমের শাক-সবজিতে ভরা।এখানে লালশাক,পুইশাক,ডাটাশাক, কলমি শাক, ঢেঁড়স,বেগুন, শসা, লেবুসহ নানা ধরনের শাক-সবজির চাষ করা হয়েছে। এসব সবজি চাষে ব্যবহার করা হয়নি কোন কীটনাশক।জৈব সার ব্যবহার করে সম্পূর্ণ বিষমুক্ত শাক-সবজি উৎপাদন করা হচ্ছে।সময় পেলে ইউএনও নিজেই সবজি বাগানের পরিচর্যা করে থাকেন।এখান থেকে নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটানো ছাড়াও সাধারণ মানুষের মাঝে এ শাক-সবজি বিতরণ করা হয়।ইতোমধ্যে এ সবজি বাগানটি স্থানীয়দের নজর কেড়েছে।এটি দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষে।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান বলেন, ইউএনও’র উদ্যোগে উপজেলা পরিষদের ওই পতিত জায়গায় বিষমুক্ত শাক-সবজির চাষ করা হয়েছে। কীটনাশক ছাড়াই এসব সবজি উৎপাদনে ব্যবহার করা হয়েছে জৈব সার ।একাজে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা তাকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়ন ও মানুষকে উদ্বুদ্ধ করতে উপজেলা পরিষদের পতিত জায়গায় বিষমুক্ত শাক-সবজি চাষ শুরু করেছি। এখানকার উৎপাদিত শাক-সবজি সাধারণ মানুষের মাঝেও বিতরণ করা হচ্ছে।তিনি আরও বলেন,পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের পতিত জায়গাতেও চাষাবাদের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’