পটিয়ায় নিত্যানন্দ পুরী মহারাজের আবির্ভাব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

আজ ১২ জুলাই (সোমবার) জগন্নাথ দেবের রথযাত্রার শুভদিনে মহাত্না স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব দিবস পালিত হয়।

সংক্ষিপ্ত পরিসরে স্বাস্হ্যবিধি মেনে পটিয়ার স্বামী সত্যানন্দ ও মঙ্গলদাস মোহন্ত কালাবাবা যোগসিদ্ধাশ্রমে অনাড়ম্বরভাবে এ দিবসটি পালিত হয়।

তিনি এ পূণ্যময় রথযাত্রার দিনে রাউজান উপজেলার কোয়াপাড়া গ্রামে পিতৃদেব রঞ্জন বিশ্বাস ও মাতৃদেবী কিরন বালা বিশ্বাসের গৃহ আলো করে আবির্ভৃত হন।

আবির্ভাব অনুষ্ঠানে বিশ্বশান্তি ও জগৎতের সকল জীবের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়।।

উল্লেখ্য গত ১৪/০২/২০২১ তারিখ (রবিবার) সকাল ৬: ৪৫ মিনিটে নিজ আশ্রমে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করে স্বর্গে গ্রমন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!