পলাশ সাহা,নেত্রকোনা(দুর্গাপুর)প্রতিনিধিঃ কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি দুর্গাপুর উপজেলার গুদারিয়া গ্রামের আবুল হাসিমের ছেলে। (২১জুন) সোমবার বিকেলে নেত্রকোনার পূর্বধলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আনোয়ার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে মোটরসাইকেল চালিয়ে শ্যামগঞ্জ থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আনোয়ার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।