লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাশীল আওয়ামী লীগ ও ১৪ দলের দলীয় মনোনয়নপত্র কিনেছেন ২২ প্রার্থী। যার মধ্যে দুই নারী নেত্রী রয়েছেন।
মঙ্গলবার (২০ নভেম্বর) পযন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে ২২ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্য, লালপুর উপজেলার ১৪ প্রার্থী এবং বাগাতিপাড়া উপজেলার ৮ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
দলীয় মনোনয়ন কেনা প্রার্থীরা হলেন— বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আাজাদ, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতিকুল হক আতিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায়, সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জল, উপদেষ্টা লে. কর্নেল (অব.) মো. রমজান আলী, আবুল হোসেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী আসিয়া জয়নুল বেনু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হুমায়ুন কবির, আইনজীবী ব্যারিস্টার জাকারিয়া হাবিব, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য কামারুজ্জামান খোকন, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রওশন আলম সুরুজ, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল হাসান নাহিদ, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সুলতানা পান্না।
অপরদিকে নাটোর জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, জাসদের কেন্দ্রীয় সদস্য মোয়াজ্জম হোসেন মনোনয়ন পত্র কিনেছেন বলে জানা যায়।
এছাড়া জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এমএ তালহা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নাটোর-১ আসনে মনোনয়ন পত্র কিনেছেন ২২ জন!
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]