নাটোরে ভোক্তার অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার: নাটোর সদরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তদারকি অভিযানে ৪ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার নিচাবাজারে পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর’র সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে মেহেদী হাসান তানভীর বলেন, অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় সদর উপজেলার নীচা বাজার এলাকায় অবস্থিত স্বপন স্টোরকে ৪০ ধারায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে চিনি বিক্রি করার অপরাধে এক হাজার, কৃষ্ণ স্টোরকে ৩৭ ধারায় পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা অর্থাৎ আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা, ভাই ভাই ডিমের দোকানকে ৩৮ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এক হাজার এবং আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে ৩৭ ধারায় পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করায় পাঁচ হাজার টাকাসহ সর্বমোট নয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া জনস্বার্থে চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী পলাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত …

error: Content is protected !!