নাটোরে ভোক্তার অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা

নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে দুই ভেজাল গুড় ব্যবসায়ীকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩০ অক্টোবর) রাতে উপজেলার খিদির মালঞ্চী বেগুনিয়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, অভিযানে মিজানুর গুড় ভান্ডারের স্বত্বাধিকারী মিজানুরকে ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়া করণের অপরাধে ৩০ হাজার টাকা এবং একই ধারায় বেগুনিয়া এলাকার হোসনেয়ারা গুড় ভান্ডারের স্বত্বাধিকারী হোসনেয়ারাকে ১ লাখ টাকাসহ মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া ২৪ হাজার ৭০০ কেজি ভেজাল গুড়, ৬ হাজার ৫০০ কেজি ভেজাল চিনির সিরাপ, ১০ কেজি চুন এবং ৩ কেজি ফিটকিরি জব্দ করে ধ্বংস করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!