নাটোরে আখচাষী নেতা আব্দুস সালামের মৃত্যুবার্ষিকী পালিত

সজিবুল হৃদয়ঃ নাটোরের লালপুরে ওয়ার্কার্স পার্টি ও আখচাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ২৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তার জীবনী শীর্ষক আলোচনা সভ অনুষ্ঠিত হয়। এর আগে পারিবারিক কবর স্থানে শহীদ কমরেড আব্দুস সালামের কবর জিয়ারত শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া করোনা পরিস্থিতির কারণে শাহাদাতবার্ষিকীর কর্মসূচি সীমিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক বাবু সুকুমার রায়, লালপুর উপজেলা ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, আখচাষী নেতা আব্দুর রব, আবুল কালাম আজাদ ও উপজেলা যুবমৈত্রী সভাপতি আব্দুস সামাদ, যুবনেতা হাফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯২ সালে ২২ জুন সকাল ১০টায় উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের সামনে ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড আব্দুস সালামকে সন্ত্রাসীরা গুলি হত্যা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!