নরসিংদীর পলাশে দুই ইউনিয়নে স্বতন্ত্র ও আ.লীগ প্রার্থী বিজয়ী

হৃদয় এস সরকার,নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন চৌধুরী ও ডাংগায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাবেরুল হাই বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

সোমবার (২১ জুন)রাত ৯টায় ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার, পলাশ উপজেলা নির্বাচন অফিসার জোবাইদা খাতুন এ ফলাফল ঘোষণা করেন।  

ডাংগার আওয়ামী লীগ মনোনীত সাবেরুল হাই নৌকা  প্রতিকে পেয়েছেন ১৭ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কাউছার মাহমুদ হাতপাখা প্রতিকে পেয়েছেন ২ হাজার ৬৪০ ভোট। 

গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন চৌধুরী চশমা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৩ শত ৫৯ ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বদরুজ্জামান ভূইয়া নৌকা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট।

ফলাফল ঘোষণা সময় নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেজবা্হ উদ্দিন ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে বিশেষায়িত শিক্ষকদের মিলনমেলা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাজশাহী বিভাগীয় বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ …

error: Content is protected !!