নরসিংদীর ছেলে বশেমুরকৃবিতে দ্বিতীয় মেয়াদে ভিসি ড. গিয়াসউদ্দীন মিয়া

নরসিংদী প্রতিনিধি: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মিয়া। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ চার বছরেরর জন্য তাকে ওই পদে  নিয়োগ দিয়েছেন। সোমবার (২৫ মে)শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তিনি বর্তমান ভিসি এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন বিভাগের শিক্ষক। আগামী ১০ জুন তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচজারীরা তাকে ফুললের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া নরসিংদী জেলার সদর উপজেলাধীন মাধবদী থানার সাগরদী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম হাজী মোঃ ছায়েদ আলী ও মাতার নাম আমেনা বেগম।সাগরদী প্রাইমারী স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর মাধবদী সতী প্রসন্ন উচ্চ বিদ্যালয় হতে ১৯৭৫ সালে মাধ্যমিক এবং নরসিংদী সরকারি কলেজ থেকে ১৯৭৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৮২ সালে বিএসসি ( কৃষি সম্মান) এবং ১৯৮৪ সালে কৃষিতত্ত্বে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
তিনি ফিলিপাইনের সেন্ট্রাল লোজন স্টেট বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ধান গবেষণা হতে ১৯৯৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। প্রফেসর গিয়াসউদ্দীন জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় এবং ইবারাকি এর ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যাগ্রো এনভায়রনম্যান্টাল স্টাডিজ এ পোস্ট ডক্টরাল গবেষণা করেন।পরবর্তী সময়ে তিনি কমনওয়েলথ স্কলার হিসেবে কানাডার লাভাল বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করেন।তিনি উক্ত বিষয়ে তিনটি বই ও ১০৮ টির অধিক গবেষণা প্রবন্ধের রচয়িতা।তাঁর তত্ত্বাবধানে ১৫ জন ছাত্র পিএইচডি ও ১০৩ জন ছাত্র এমএস ডিগ্রি লাভ করেন।

প্রফেসর গিয়াসউদ্দীন মিয়া পরপর তিনবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন।তিনি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দ্বায়িত্ব পালন করেন।তিনি দীর্ঘদিন অত্র বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন।মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ ১১ জুন ২০১৭ সালে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলরের দ্বায়িত্ব প্রদান করেন।দ্বায়িত্ব গ্রহনের পর তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক মানে উন্নিত করার জন্য আপ্রাণ চেষ্টার ফলে ২০২১ সালে বিশ্বখ্যাত স্কোপাস ও সিমাগো ইনডেক্স জরিপে বশেমুরকৃবি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা,উদ্ভাবন ও সামাজিক অবস্থান এই তিন সূচকে প্রথম স্থান লাভ করে।
এছাড়াও একই ইনডেক্স জরিপে বশেমুরকৃবি গত ২০১৯ ও ২০২০ সালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪র্থ ও ২য় স্থান লাভ করেছিলেন। তাঁর নিয়োগে নরসিংদীর জনগণ অত্যান্ত আনন্দিত এবং গর্ব অনুভব করছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী পলাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত …

error: Content is protected !!