হৃদয় এস সরকার,নরসিংদী: নরসিংদীর করিমপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।করোনাভাইরাসের কারণে ঘরবন্দি অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষদের এই অর্থ দেয়া হয়।
করোনায় সৃষ্ট দুর্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সদর উপজেলার করিমপুর ইউনিয়নে আজ সকালে ৫শ হতদরিদ্র লোকের মাঝে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদ পাঙ্গনে বিতরণ কার্যক্রম শুরু করেন করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান আপেল।
এসময় চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার ইউনিয়নের ৫শত জন দরিদ্র মানুষকে নগদ ৫শত করে টাকা দেয়া হয়েছে। এবং পরবর্তীতে লকডাউন চলাকালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কর্মহীন মানুষদের আরো সাহায্য করা হবে।
এ সময় উপস্হিত ছিলেন, করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ মোল্লা, কামাল মেম্বার, আশ্রাফ মেম্বার, বাচ্চু মেম্বার, খোকর মেম্বার প্রমূখ।