নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ঐতিহ্যবাহী ব্যবসায়ীক সংগঠন সোনার বাংলা সমবায় কটন মিলস্ লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সমবায় সমিতি কার্যালয় মাঠে এই সাধারণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্জ।
সোনার বাংলা সময়বায় কটন মিলের সভাপতি ও মাধবদী পৌর মেয়রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতিক), নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মশিউর রহমান, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার প্রমুখ।
প্রায় ৭০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ সালের জন্য ১ কোটি ৮০ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট পেশ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]