নরসিংদীতে হ্যালো শিবপুর গ্রুপের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত

মেহেরনিগার, নরসিংদী শিবপুর প্রতিনিধি : নরসিংদীতে অনলাইন ফেইসবুক গ্রুপ হ্যালো শিবপুর এর  প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) রাতে শিবপুর ডিসি রোড সংলগ্ন ফ্যামিলি পার্ক রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে  হ্যালো শিবপুর গ্রুপের এডমিন ও সভাপতি মোর্শেদ রিকাবদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন  শিবপুর উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন, শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ খান। শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ গ্রুপটি পরিচালিত হয়। রক্তদান থেকে শুরু করে সামাজিক যেসব কর্মকাণ্ড এখন পর্যন্ত হয়েছে এই জন্যে গ্রুপের সবাইকে সাধুবাদ জানায়। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গ্রুপের যেকোন ধরনের সহযোগিতায় পাশে থাকার  প্রতিশ্রুতি দেয় বক্তারা।

এছাড়া হ্যালো শিবপুর গ্রুপের এডমিন আরিফ খন্দকার বলেন, গ্রুপের পক্ষ হতে অসহায় দরিদ্র তিন জন শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করা হবে এছাড়াও গ্রুপের বিভিন্ন বিষয় তুলে ধরেন।এসময় নিজে হাতের ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে বিশেষায়িত শিক্ষকদের মিলনমেলা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাজশাহী বিভাগীয় বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ …

error: Content is protected !!