নরসিংদীতে হোটেলে মিলল গলায় ওড়না প্যাঁচানো নারীর মরদেহ

হৃদয় এস সরকার, নরসিংদী : নরসিংদীতে একটি হোটেল থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৩১ মে) বিকেলে শহরের বাজির মোড়ের নিরালা আবাসিক হোটেলের নীচতলার একটি কক্ষ থেকে তাকে পাওয়া যায়। হোটেলের রেজিস্টার খাতায় নিহতের নাম লেখা রয়েছে রেহেনা আক্তার (৩০)।

সদর মডেল থানা পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় নিরালা আবাসিক হোটেলে নিহত ওই নারী থাকার জন্যে একটি রুম নিতে আসেন। তিনি হোটেলের ম্যানেজারকে পরিচয় পত্র দিতে পারেনি। ওনি বলেন, রাত হওয়ার কারণে একা তাই বাড়িতে যেতে পারছেন না। নারী হওয়ার কারণে তাকে হোটেলের একটি কক্ষে থাকতে দেয়া হয়। পরবর্তীতে রবিবার সকাল শেষে দুপুর হয়ে গেলেও ওই নারী রুম থেকে বের হয়নি। পরে হোটেলের লোকজন রুমের জানালায় ফাঁক দিয়ে দেখে রুমের জানালারা সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারী ঝুলচ্ছে।  পুলিশ এসে দরজা ভেঙ্গে নারীর মৃতদেহ উদ্ধার করে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান বলেন, খবর পেয়ে নিহত নারীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার নাদিম আহমেদকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

উল্লেখ, নিহত নারীর ছবি থেকে দেখা যায়, গলার ওড়না প্যাঁচানো অবস্থায় যে জানালাটির  সাথে  তিনি  ছিলেন ঐটি পরিকল্পিত ভাবে সাজানো ঘটনাও হতে পারে! এবং এর পূর্বেও এই নিরালা হোটেলটিতে আরো কয়েক জন্যের মৃত্যু ঘটনা ঘটেছে।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!