নরসিংদী প্রতিনিধি: নরসিংদী রায়পুরার স্বদেশ মৃত্তিকা আদশ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে নতুন জামা ও দুস্থ্ মহিলাদের নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।আজ সকালে উপজেলার হাসনাবাদে স্বদেশ মৃত্তিকা স্কুল প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লোবাল স্টারের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকার সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন ফারুখ, সাধারণ সম্পাদক শাহ সুজন মিল্লাত, ফিরোজ আহমেদ, ফয়সাল হাসান, নাগিস সুলতানা, শামিমা আক্তার,স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো: আকবর হোসেন, মহাসচিব তানিয়া শেখ, তথ্য ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক মিরাজুল ইসলাম সাগর প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর দেশে গড়তে হলে সবার আগে শিশুদের ভালো রাখতে হবে। তাদের শিক্ষাদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে তৈরি করতে হবে। লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লোবাল স্টার সব সময় এসব শিশু ও অসহায় মহিলাদের নিয়ে কাজ করে যাচ্ছে। এপর্যায়ে স্কুলের ৬৫ জন শিক্ষার্থীতে স্কুলের জামা সহ অসহায় এক নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।