নরসিংদীতে বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে ম্যাজিস্ট্রেট শাহ্ আলম মিয়া

হৃদয় এস সরকার,নরসিংদী: নরসিংদীতে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারী বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর লকডাউনের শেষ দিনেও মাঠে তৎপর ছিলেন ম্যাজিস্ট্রেট শাহ্ আলম মিয়া।

মঙ্গলবার (১৩ জুলাই) দিনব্যাপী সদরের শিক্ষা চত্বর, চৌয়ালা, সাটিরপাড়া,সাহেপ্রতাপ, পাঁচদোনা, শেখেরচর, মাধবদীতে সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ্ আলম মিয়া নেতৃত্বে হটল দেয় সেনাবাহিনী, বিজিবি, আনসার-ভিডিপি দল। অভিযানকালে মানুষকে সচেতন করা হয়।

এদিকে, নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় ৫ হাজার ১৫ জনে দাড়াল করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৫ জন।

অপরদিকে কুরবানি ঈদকে কেন্দ্র করে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করা হয়েছে লকডাউন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে বিশেষায়িত শিক্ষকদের মিলনমেলা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাজশাহী বিভাগীয় বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ …

error: Content is protected !!