হৃদয় এস সরকার, নরসিংদী: চলমান লকডাউন বাস্তবায়নে সারাদেশের মতো নরসিংদীতেও চতুর্থ দিনের মতো মাঠে তৎপর ছিল জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (৪ জুলাই) শহরের শিক্ষা চত্বর, শালিধা, চৌয়ালা, সাটিরপাড়া, বড় বাজার, সাহেপ্রতাপ, পাঁচদোনাসহ শেখেরচরে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে কার্যক্রম চালানো হয়।
ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া জানান, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান মহোদয়ের নির্দেশে লকডাউন বাস্তবায়নে কাজ করছি। আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১ জুলাই বৃহস্পতিবার দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী সাত দিনের কঠোর বিধিনিষেধ দেয় সরকার। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই সময় বিনা কারণে ঘর থেকে বের হলেই জেল-জরিমানাও হতে পারে।