হৃদয় এস সরকার:নরসিংদীর শিবপুরে পুলিশের সাথে কথিত ডাকাত দলের বন্দুকযুদ্ধ চলাকালীন সময় রাজ্জাক(৩৯) নামে একজন নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত রাজ্জাক শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) মধ্যরাত ১২টার দিকে উপজেলা পুটিয়া ইউনিয়ন শালুরদীয়া শ্মশানঘাটের পাশে এক কলাবাগানে ডাকাতির প্রস্তুতি কালিন সময় পুলিশের সাথে ডাকাতদলের বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।এসময় রাজ্জাকসহ শিবপুর থানার উপ-পরিদর্শক ও দুই কনস্টেবল আহত হন। পরবর্তীতে তাদের নরসিংদী জেলা ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত বলে ঘোষণা করেন।এবং তিন পুলিশ সদস্য প্রাথর্মীক চিকিৎসা পর সুস্থ রয়েছে বলে জানায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনাস্থলে ১টি একনলা বন্দুক , ৫ রাউন্ড কার্তুজ, ৪টি রামদাসহ ১টি তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।এই বিষয়ে পুলিশ বাদী হয়ে শিবপুর মডেল থানায় তিনটি মামলা দায়ের করে।নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।এছাড়াও রাজ্জাকের বিরুদ্ধে ইতিপূর্বে জেলার বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১৬ টি মামলা দারের কৃত রয়েছে।