হৃদয় এস সরকার,নরসিংদী: নরসিংদী করিমপুরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটি গ্রপের সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে খবরের ভিত্তিতে পুলিশ গ্রামে হানা দিয়ে পরিস্থিতি নিয়নন্ত্রণে আনে। গতকাল রবিবার (২৩ মে) করিমপুর ইউনিয়নের বগারগত গ্রামে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শাহেদ আহামেদ এর উপস্থিতিতে গ্রামে টেঁটা যুদ্ধের অবসান ও দুই গ্রপের সদস্যদের মিলিয়ে দেয়া হয়।
এসময় গ্রামের প্রভাশালী বাচ্চু মেম্বার, সানাউল্লাহর, মিস্টাসহ কামাল মেম্বার তাদের মধ্যকার চলমান সমস্যা সমাধান করেতে আপস ও মিমাংসা করিয়ে দেয় পুলিশ। তখন তারা ২০০ টেঁটা আইনশৃঙ্খলাবাহিনীর কাছে জমা করে ও অঙ্গীকার করে।
এ সময় উপস্থতি ছিলেনে, স্থানীয় ইউনয়িন পরষিদরে চয়োরম্যান মোমিনুর রহমান, সদর মডলে থানার ওসি বিপ্লব কুমার দত্ত, ইন্সপক্টের (তদন্ত) আতাউর রহমান প্রমূখ্য।