হৃদয় এস সরকার, নরসিংদী: নরসিংদীতে আলোচিত কিশোরী রাত্রির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনায় প্ররোচণার অভিযোগে ফরিদ মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
অভিযুক্ত ফরিদ মিয়া শহরের ফেয়ার প্রাইজ শপের মালিক ও পলাশ উপজেলার মৃত আফতাব উদ্দিনের ছেলে। নিহত কিশোরী ফরিদের দোকানে চাকুরী করতো।
বুধবার (২৩ জুন) বিকেলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগরের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। গত ১৯ জুন সদর মডেল থানায় ভিকটিমের নানি নূরজাহান বেগম নিজে বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে ফরিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এরআগে, আত্মহত্যা একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিহত কিশোরী রাত্রির কিছু ভয়েজ রেকর্ড ও তার ঝুলন্ত মরদেহেরসহ কিছু ছবি প্রকাশ পায়।বিভিন্ন ফেসবুক আইডিসহ নরসিংদীর অভিযোগ বক্স নামে একটি গ্রুপে এগুলো ঘুরতে থাকে। এনিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। নিহত মেয়েটির ভয়েজ রেকর্ড অনুযায়ী দোষ গিয়ে পরে ফরিদ মিয়া নামে ঐ ব্যবসায়ীর উপর। পরবর্তী সত্যতা অনুসন্ধান
পূর্বক অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।