হৃদয় এস সরকার, নরসিংদী : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে নরসিংদী জেলা ও শহর আওয়ামীলী লীগ সহ সকল সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক মো: আব্দুল মতিন ভূইয়া,
শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মো: কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ মহিলা আওয়ামীলী, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া, কেক কাটা ও গণভোজ সহ দিনব্যাপী নানা আয়োজন করেছে সংগঠনটি।