নরসিংদীতে অপহরনকৃত মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করলো পিবিআই

হৃদয় এস সরকার,নরসিংদী: নরসিংদী থেকে অপহরন হওয়া এক মাদ্রাসায় ছাত্রীকে পিরোজপুর থেকে উদ্ধার করেছে পিবিআই। গত ২২ মে নিজ বাড়ি থেকে এসাইনমেন্ট জমা দিয়ে ফেরার পথে আসামী রাজু মিয়াসহ অজ্ঞাত নামা আরো দুই থেকে তিন জন জোর পূর্বক রেশমা আক্তারকে অপহরণ করে আত্মগোপন করে।

গত ১৪ জুন রাত প্রায় ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার সদর থানাধীন দক্ষিণ শংকর পাশা নামক এলাকার আসামী রাজুর বাড়ি হতে রেশমা আক্তার কে উদ্ধার করে পিবিআই। পিবিআই পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান জানান, রেশমা আক্তারকে আদালতে জবানবন্দি প্রদানের নিমিত্তে প্রেরন করা হয়েছে। মামলার অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।

এরআগে, অপহরনকৃত রেশমা আক্তারের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নরসিংদী তে মামলা দায়ের করে। পিবিআই, নরসিংদী জেলা মামলাটির তদন্তভার প্রাপ্ত হয়ে পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে নরসিংদী, গাজীপুরসহ বিভিন্ন স্থানে একাধিক উদ্ধার অভিযান চালায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে বিশেষায়িত শিক্ষকদের মিলনমেলা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাজশাহী বিভাগীয় বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ …

error: Content is protected !!