নরসিংদীতে অগ্রণী ব্যাংকে “মিট দ্যা বরোয়ার” অনুষ্ঠিত

হৃদয় এস সরকার, নরসিংদী : অগ্রণী ব্যাংক লিমিটেড নরসিংদী অঞ্চলের ১৩টি শাখার ব্যবস্থাপকসহ খেলাপী ঋণ গ্রহীতাদের সাথে “মিট দ্যা বরোয়ার” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ মে) বিকেলে অগ্রণী ব্যাংক নরসিংদীর আঞ্চলিক কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অগ্রনী ব্যাংক নরসিংদীর আঞ্চলিক কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান  মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সার্কেল দুই এর  মহাব্যবস্থাপক মোঃ ফজলে খোদা।

এসময় মহাব্যবস্থাপক মোঃ ফজলে খোদা বলেন, করোনাকালীন সময়েও  দেশের অর্থনৈতিক গতিশীলতা চলমান রাখার  জন্যে সরকার ঘোষিত CMSME প্রণোদনা ঋণ বিতরণ, নতুন SME ঋণ বিতরণ, কৃষকদের মধ্যে কৃষি ঋণ ও নারী উদ্যোক্তাদের মধ্যে  SME ঋণ প্রদান  এবং অধিক পরিমান বৈদেশিক  রেমিট্যান্স বৃদ্ধি করা করার জন্য নির্দেশনা ও পরামর্শ প্রদান করে।

এবং অনুষ্ঠানে ১৩টি শাখার ব্যবস্থাপকরা এই বছরে আগামী জুন মাসের মধ্যে খেলাপী ঋণ গ্রহীতাদের থেকে নগদ ৫.০ কোটি টাকা আদায় করা হবে বলে সভায় নিশ্চয়তা দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে বিশেষায়িত শিক্ষকদের মিলনমেলা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাজশাহী বিভাগীয় বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ …

error: Content is protected !!