নকলায় সহস্রাধিক কর্মহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ

রাইসুল ইসলাম রিফাত, নকলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে শেরপুরের নকলায় বানেশ্বর্দী ইউনিয়ন এ ১০৩০ অসহায়, শ্রমজীবি ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ বিতরণ করা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৯জুলাই) বিকালে ৫নং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন মাঠে জনপ্রতি ৫০০ টাকার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর আলম,নকলা উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আব্দুল হান্নান খান, ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত , ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ,ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক এবং ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ রা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান বলেন , করোনা ভাইরাসের কারনে দেশে কঠোর লকডাউন চলমান রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়ছে অনেক মানুষ। সেই লক্ষ্যে
আজ নকলা বানেশ্বর্দী ইউনিয়ন এ অসহায় ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হলো এবং পর্যায়ক্রমে এই মানবিক সহায়তা প্রত্যোকটি ইউনিয়নে বিতরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!