পলাশ সাহা,নেত্রকোনা(দুর্গাপুর)প্রতিনিধিঃ
নেত্রকোনার জেলার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার পথ পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০২ জুন) বিকেলে পৌর শহরের কুমার দীজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ অনুষ্ঠােনের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে সদস্য জিয়াউল হক শুভর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চুয়ালের মাধ্যমে) পৌর মেয়র মো. আলা উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, ডা. কামরুল ইসলাম, কবি আবুল বাশার, লোকান্ত শাওন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে বই পড়ার চর্চা আর সমাজের নানা অবক্ষয় মূলক কর্মকাণ্ড থেকে বেড়িয়ে আসতে ব্যতিক্রমধর্মী পথ পাঠাগারটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পথ পাঠাগার মানুষকে আলোকিত করার যে স্বপ্ন দেখাচ্ছে, সেটি থেকে সবার আদর্শ হওয়া উচিত। পাঠাগারটির স্বপ্ন টিকিয়ে রাখতে হলে সমাজে উদার ও মননশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে সন্ধ্যায় কেক কাটা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।