দাঁড়িয়ে থাকা অটোরিকশায় লরির চাপা, চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে লরির চাপায় মো. কামাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কামাল মিয়া উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের মৃত মোশকু মিয়ার ছেলে এবং তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এতে চালক ছাড়া কোনো যাত্রী ছিল না। এসময় পেছন থেকে আসা একটি লরি সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজিচালক কামাল মিয়া মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত লরি ও সিএনজি জব্দ করা হলেও লরির চালক পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র জাগো নিউজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!