তাসনীমুল হাসান মুবিন, স্টাফ রিপোর্টারঃময়মনসিংহের ত্রিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৮ জুলাই) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের বালিপাড়া পয়েন্ট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাগর মিয়া(২০)।তিনি ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলি গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
ত্রিশাল থানার এসআই আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। তিনি আরও জানান ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।