ত্রিশালে করোনা মহামারীতে নিরলস স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন আজাহার আলী

 

ত্রিশাল উপজেলা প্রতিনিধিঃকরোনা মহামারিতে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত টানা মানুষকে সচেতন করে যাচ্ছেন আজাহার আলী।

ত্রিশাল আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের আজাহার পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক।

গাড়ি চলাচল বন্ধ থাকায় নিজ উদ্যোগে মানুষকে সচেতন করছেন তিনি। ঘুরে ঘুরে সরকারি বিধিনিষেধ হ্যান্ড মাইকে জানাচ্ছেন মানুষকে।

আজহার আলী বলেন, আমি নিজ উদ্যোগেই এই কাজটি করে যাচ্ছি। আমার এলাকার মানুষ এখনো পুরোপুরি সচেতন না।তাদের একজনকেও যুদি আমি সচেতন করে করোনার হাত থেকে বাচাতে পাড়ি, তবে আমি সার্থক। আমি গত বছর টানা ৬৫ দিন মানুষকে সচেতন করতে উপজেলার বাজার গুলোতে ঘুরছি।এখনো ঘুরছি।

রাকিবুল হাসন সুমন বলেন, উনাকে দেখি সারা দিনই বিভিন্ন হাট বাজারে মাইকিং করেন। হ্যন্ড মাইক ব্যবহার করে মানুষকে সচেতন করতাছেন।
এমন ঘটনা এখন দেখা যায় না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে জাঁকজমক নির্বাচনী প্রচারণায় কর্ণেল রমজান

লালপুর (নাটোর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে …

error: Content is protected !!