তারেক-জোবায়দার আবেদন খারিজের প্রতিবাদে ছাত্রদলের মিছিল

জবি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমান বিরুদ্ধে দায়ের করা মামালায় আইজীবীদের মাধ্যমে আইনি লড়াইয়ের আবেদন খারিজ এবং বিচার শুরুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৪ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাজী জিয়া উদ্দিন বাসিত- এর নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, ভোটারবিহীন হাসিনা সরকার দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পেয়ে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলায় দেশনায়ক জনাব তারেক রহমান ও উনার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন ও আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করেছে। এসব করেও তাকে নিশ্চিহ্ন করা যাবে না, কারণ শহীদ জিয়ার সৈনিক প্রতিটি ঘরে ঘরে আছেন। আমরা এসব রুখে দিব।

তিনি আরও বলেন, সরকার ভয় পেয়ে আদালতের মাধ্যমে ফরমায়েশি রায় দিয়ে যাচ্ছে। তবে এসব একপাক্ষিক রায় এই সরকারকে রক্ষা করতে পারবেনা। তারেক রহমান বীরের মতোই এই দেশে আসবেন।

মিছিলে অন্যান্যের মধ্যে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হোসেন আলী, যুগ্ম -সম্পাদক রাশেদ বিন হাসিম, মিয়া রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান খান সাগর, জাহিদ হাসান ও ছাত্র নেতা মিনহাজুল আলম সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরুর জন্য অভিযোগ গঠন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিসিএস পরিক্ষা দিচ্ছেন টেকনাফের আরাফাত, ফেইসবুকে দোয়া কামনা!

সংবাদ বিজ্ঞাপ্তি: আগামীকাল শুক্রবার ( ১৯ মে) ২০২৩ইং সালের সোনার হরিণ নামক বিসিএস ৪৫ তম …

error: Content is protected !!