ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর শুরু হতে যাচ্ছে ২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে। আর এবারের উৎসবে স্ক্রিনিং হতে যাচ্ছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “The Trap Of This Society”
এই সিনেমাটিতে দেখা যাবে একজন ডির্ভোস হওয়া মেয়ের জীবনের কিছু অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর ঘটনা। সিনেমাটি নির্মান করেছেন ‘অপু শর্মা’।দ্যা ট্র্যাপ অফ দিস সোসাইটি সিনেমাটিতে অভিনয় করেছেন ছন্দা দাশ মিষ্টু, আনুশা ইবনাত সহ আরও অনেকে। এই সিনেমাটিতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন দোলন মোহন্ত। সম্পাদনা করেছেন অভিজিৎ শর্মা ও প্রান্ত।সিনেমাটি প্রযোজনা করেছেন অভিজিৎ শর্মা। আর্টে ছিলেন আরকানুল ইসলাম সাব্বির, ফটোগ্রাফার হিসেবে ছিলেন নিলয় বসাক।
দ্যা ট্র্যাপ অফ দিস সোসাইটি সিনেমাটি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের উদ্যোগে বানানো হয়েছে।