ঢাকায় ছাত্রসেনার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শহীদদের স্বরণে কুরআন খতম, দোয়া, আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয় ।

ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জননেতা আবদুল হাকিম। তিনি বলেন,”ছাত্র সমাজের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছাত্রসেনা। ছাত্রসেনা প্রতিষ্ঠার ৪২ বছরেও অহিংস ছাত্ররাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে”।
অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মারুফ রেজা বলেন,”সুনামের সাথে ছাত্ররাজনীতির আদর্শ এখনো ধরে রেখেছে ছাত্রসেনার নেতাকর্মীরা, মুক্তিযুদ্ধের পক্ষে সুফিধারার ছাত্রসংগঠন ছাত্রসেনা দেশের বিগত ছাত্র আন্দোলনগুলোতে ব্যপক ভূমিকা রেখেছে।”
অনুষ্ঠানে বিশেষ বক্তা কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা শাহাবুদ্দিন মীর বলেন, আদর্শ সম্বলিত ছাত্র সমাজ গঠনে ছাত্রসেনার বিকল্প নেই । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রসেনার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিএম মামুন,ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন রাসেল,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাশেদুল বারী ,সাইফুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া ও মুনাজাত শেষে শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। অর্থায়নে ছিলেন কাতারের সেচ্ছাসেবী সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিপিএসএ এর সদস্য হলেন মহিবুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর ১৫১ সদস্যবিশিষ্ট …

error: Content is protected !!