ডেঙ্গু সচেতনতায় জবিতে দিনব্যাপী কর্মসূচি পালন

জবি প্রতিনিধি:  ডেঙ্গু সচেতনতায় নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও লিও ক্লাবের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, ডেঙ্গু মশা নিধন,র‍্যালি এবং ক্যাম্পাস পরিষ্কারকরণ।
রবিবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
 এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহজাহান, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো: ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নটরডেমিয়ানস সোসাইটি অব জবির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, মানব সভ্যতার ধারাবাহিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নিবিড় বৃক্ষ শোভিত অরণ্যর শ্যাম সিদ্ধ সৌন্দর্যের পর ভূমিতেই উন্মেষ ঘটেছিল মানুষের আদিম সভ্যতা। আমাদের সেই সভ্যতার আদি কাল থেকে অনন্তকাল পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃক্ষ।সম্প্রতি এক মহামারি ভাইরাস আমাদেরকে বুঝিয়েছেন বৃক্ষের গুরুত্ব। হাজার হাজার টাকার বিনিময়ে আমরা যে অক্সিজেন কিনতে হয়েছে তা আমরা বিনামূল্যে পাই বৃক্ষ হতে।
কিন্তু আমরা তার বিনিময়ে অকাতরে বৃক্ষ রোদনে মত্ত হয়েছি। আমরা আমাদের চারপাশের সবুজায়ন করার লক্ষ্যে চলুন বৃক্ষ রোপণ করি। একটি জাতি হিসাবে অস্তিত্ব, একটি রাষ্ট্র হিসাবে সমৃদ্ধি, একটি মানুষ হিসাবে বেঁচে থাকতে, আমাদের অবশ্যই গাছ থাকতে হবে।
প্রসঙ্গত, সংগঠনগুলোর সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০ টি বৃক্ষরোপণ এবং ডেঙ্গু মশা নিধনের স্প্রে করেন৷ পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে র‌্যালি এবং ক্যাম্পাস প্রাঙ্গণে পড়ে থাকা প্লাস্টিক, কাগজ, ময়লা ইত্যাদি অপসারণ করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে …

error: Content is protected !!