ট্রাক্টরের পালবক্সের সাথে লুঙ্গি প্যাঁচিয়ে পুরো শরির ছিন্নভিন্ন, নিহত কৃষক!

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:

উখিয়া জালিয়াপালং ইউপির ছেপটখালী এলাকায় কৃষি জমি মাড়ানোর সময় সোনালি ট্রাক্টরের পালবক্স মাটির সাথে আটকে গেলে তা ছুড়ে দেয়ার জন্য চলন্ত ট্রাক্টর থেকে নামলে আকস্মিকভাবে লুঙ্গি পালের সাথে প্যাঁচিয়ে মর্মাম্তিক দুর্ঘটানায় পতিত হয়ে পুরো শরির পালের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায়। এসময় অন্য কোন সহকারী না থাকায় চলন্ত ট্রাক্টর দীর্ঘ সময় ধরে পালবক্সের সাথে তাকে মাড়িয়ে ফেলেন। এতে করে চালক ঘটনাস্থলে প্রাণ হারায়।

জানা যায়, বৃহস্পতিবার( ১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ছেটপখালীস্থ মেরিনড্রাইভের পূর্বে গুচ্ছগ্রাম সংলগ্ন মসজিদের পাশে চুক্তিভিত্তিক অন্যের কৃষিজমি মাড়ানোর সময় এমন দুর্ঘটনার সংঘটিত হয়। নিহত কৃষক হচ্ছেন, উখিয়া জালিয়াপালংয়ের ছেপটখালী স্থানীয় পূর্ব পাড়া এলাকার সৈয়দ হোছেনের ছেলে আবু তাহের ( ৪০)। আবু তাহের তার পিতার ৫পুত্রের মধ্যে মেজু সন্তান। এদিকে চালক আবু তাহেরের পরিবারে স্ত্রীসহ দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছেন।

নিহতের মামা মো. রফিক জানান, ” জমি চাষ দেয়ার সময় ট্রাক্টরের পাল আটক গেলে গাড়ি থেকে নেমে পাল ছুঁড়ে দেয়ার সময় পালের সাথে লুঙ্গি আটকে প্যাঁচিয়ে পড়েন। এমন সময় গাড়ি চলন্ত অবস্থায় ছিল। ট্রাক্টরে প্রায় ৪৯টি পাল রয়েছে।এই পালের সাথে আটকিয়ে পুরো শরিফ ছিন্নভিন্ন হয়ে বিছিন্ন হয়ে যায়। তিনি আরো বলেন, সেই নিতান্ত অসহায় তার পরিবারে ৯লাখ টাকার অধিক ঋণ রয়েছে।বড় ছেলে জাহিদ মালয়েশিয়া যেতে গিয়ে মিয়ানমারের কারাগারে আটকে আছেন।এই যেন বিপদের উপর আরেক বিপদ।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আ.লীগের কর্মী সভা

সজিবুল হৃদয়: নাটোরের লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মে) বিকাল …

error: Content is protected !!